Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীকে বাইরে পাঠিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম

স্ত্রীকে বাইরে পাঠিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বিভিন্ন কাজের অজুহাতে বাসা থেকে বাইরে পাঠিয়ে কাজের মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিবাহিত এক লম্পটের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের আমিনুল ইসলামের বসতবাড়িতে।

বিষয়টি স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মীমাংসা না হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে সোমবার সিংগাইর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

ভিকটিমের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর গ্রামে। অভিযুক্ত লম্পট বাচ্চু মিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুল হালিমের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের আমিনুল ইসলামের বাড়ির একতলা বিল্ডিং ভাড়া নিয়ে বসবাস করতেন। স্ত্রী সন্তান নিয়ে বেশ কিছু দিন আগে ঢাকায় মাছের ব্যবসা করে আসছিলেন। এর মধ্যে প্রায় ২ মাস পূর্বে লম্পট বাদীর মেয়েকে তার বর্তমান ঠিকানার বাসায় গৃহকর্মী (কাজের মেয়ে) হিসেবে নিয়ে আসে। কাজে আনার পর সুকৌশলে তার স্ত্রীকে বিভিন্ন কাজের অজুহাতে বাসা হতে বের করে দিয়ে  বিভিন্ন প্রলোভনসহ ভয়-ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ৩১ জানুয়ারি বিকাল ৪টার দিকে ভাড়া বাসায় পরিবারের কেউ না থাকায় জোরপূর্বক ধর্ষণ করে।

অভিযুক্ত বাচ্চু মিয়ার বাসায় গেলে তিনি পলাতক রয়েছেন বলে তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম