রাজবাড়ীতে ৩২ মামলার আসামির ১০দিনের রিমান্ড চাইল পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম

রাজবাড়ীতে খুন, ডাকাতি, চুরি, অস্ত্রসহ মোট ৩২ টি মামলার আসামি কালু হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মাদারীপুর জেলার সদর উপজেলার সূর্যমনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কালু মাদারীপুর জেলার সদর উপজেলার ঘটকচর উত্তর কাওয়াকুড়ি গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে।
রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন যুগান্তরকে বলেন, রাজবাড়ী সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযানে কালু হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আমরা ১০ দিনের রিমান্ডের আবেদন করেছি।
উল্লেখ্য, কালু হাওলাদার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তার নামে খুন, ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ মোট ৩২টি মামলা রয়েছে।