Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে দুই ছেলে কারাগারে

ভবন লিখে নিতে খাটে বেঁধে বাবাকে নির্যাতন

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:০৯ এএম

ভবন লিখে নিতে খাটে বেঁধে বাবাকে নির্যাতন

ছবি: সংগৃহীত

ভবন লিখে নিতে চট্টগ্রামে ১৩ দিন খাটের সঙ্গে হাত-পা বেঁধে রেখে বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলেরা হলেন আবদুল আওয়াল ও আবদুর রহিম। রোববার রাতে তাদের গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। এ ঘটনায় মামলা না হওয়ায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হতভাগ্য বাবা খুইল্যা মিয়াকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুইল্যা মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে বাকলিয়ার শান্তিনগর হাউজিং সোসাইটিতে ৪ কাঠা জমি কিনেন। ওই জমিতে একটি ৪ তলা ভবন নির্মাণ করেন। সেখানেই তিনি বসবাস করতেন। তার ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। ছোট ছেলের বয়স ৯ বছর। বাকি দুজনের ২৫-৩০ বছরের মধ্যে। ভবনটি লিখে নেওয়ার জন্য বড় দুই ছেলে তাকে খাটের সঙ্গে বেঁধে রেখে ১৩ দিন নির্যাতন করে আসছিলেন। স্থানীয়রা জানতে পেরে খুইল্যা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল জানান, তারা ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করেন। পাশের আরেকটি ভবনের বাসিন্দারা ওই বৃদ্ধকে খাটের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। সেই দৃশ্য জানালা দিয়ে ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। বিভিন্ন জনের মাধ্যমে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ নিয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পুলিশ তার দুই ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম