Logo
Logo
×

সারাদেশ

রাজশাহী বিভাগে নতুন ভোটার ২ লাখ ৩৬ হাজার ৯৯৭

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৪:২৭ পিএম

রাজশাহী বিভাগে নতুন ভোটার ২ লাখ ৩৬ হাজার ৯৯৭

রাজশাহী বিভাগে ভোটার সংখ্যা বেড়েছে। নতুনভাবে তালিকায় নিবন্ধিত হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৯৯৭ জন। ভোটার সংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৫০ শতাংশ। রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

এ নতুন ভোটাররা আগামী জাতীয় সংসদসহ স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

নির্বাচন অফিসের দেওয়া তথ্য মতে, হালনাগাদ শেষে রাজশাহী অঞ্চলে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫৯ লাখ ৮৫ হাজার ৭৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ লাখ ৫৭ হাজার ২৫৬ জন। নারী ভোটার ৭৯ লাখ ২৮ হাজার ৪২২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১১২ জন।

রাজশাহী জেলা এবং মহানগরীতে ভোটার বেড়েছে ৩৫ হাজার ২৬১। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৩২৯ জন ও নারী ভোটার আছে ১৫ হাজার ৯৬৫ জন বেড়েছে। তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে এজন। মোট ভোটার হয়েছে ২২ লাখ ৭০ হাজার ৯৯৬ জন। 

জয়পুরহাটে ভোটার সংখ্যা বেড়েছে ১১ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪৪৬ জন ও নারী ভোটার ৪ হাজার ৮৫৪ জন। জেলায় এবার মোট ভোটারের সংখ্যা ৮ লাখ তিন হাজার ৩১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ এক হাজার ২৬৪ জন ও নারী ভোটার ৪ লাখ দুই হাজার ৩৯ জন। আগে ভোটার সংখ্যা ছিল ৭ লাখ ৯২ হাজার সাতজন।

বগুড়ায় ভোটার সংখ্যা বেড়েছে ৪১ হাজার ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ২৩৭ জন ও নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। জেলায় মোট ভোটারের সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৩৫৬ জন। পুরুষ ভোটার ১৪ লাখ ৫৭ হাজার ৭৫৮ জন ও নারী ভোটার ১৪ লাখ ৫৮ হাজার ৫৬৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৯ জন।

নওগাঁতে ২৯ হাজার ৫১২ জন বেড়ে মোট ভোটার দাঁড়িয়েছে ২২ লাখ ৭৯ হাজার ৭৮৫ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪২ হাজার ২০৮ জন ও নারী ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৫৬৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন।

চাঁপাইনবাবগঞ্জে নতুন ভোটার হয়েছেন ২২ হাজার ২৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮৪০ জন ও নারী ভোটার ৮ হাজার ৩৯১ জন বেড়েছে। ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৯ হাজার ১০৭ জনে।

নাটোরে ২১ হাজার ৬৫৮ জন বেড়ে মোট ভোটার হয়েছে ১৫ লাখ ২১ হাজার ২৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১২ হাজার ৮৪৭ জন। নারী ভোটার বেড়েছে ৮ হাজার ৮১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন বেড়েছে।

সিরাজগঞ্জ জেলায় ভোটার সংখ্যা বেড়েছে ৪০ হাজার ৮৩৭ জন। নতুন পুরুষ ভোটার হয়েছেন ২৫ হাজার ২৪ জন ও নারী ভোটার ১৫ হাজার ৮১২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন। মোট ভোটারের সংখ্যা ২৫ লাখ ৯২ হাজার ৮৬৪ জন। পুরুষ ভোটার ১৩ লাখ ১৯ হাজার ৩৪৩ জন ও নারী ভোটার ১২ লাখ ৭৩ হাজার ৪৯৯ জন। তৃতীয় লিঙ্গের ২২ জন।

পাবনায় ভোটার বেড়েছে ৩৫ হাজার ১৩৬ জন। বেড়ে জেলায় মোট ভোটার সংখ্যা হয়েছে ২২ লাখ ১২ হাজার ১২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৩০ হাজার ৮৭২। নারৗ ভোটার ১০ লাখ ৮১ হাজার ২৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৫ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম