
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৫৫ পিএম
বালুঘাট দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:৩৬ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে বালু ঘাট দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে উপজেলার পূর্নবাসন এলাকায় হওয়া এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতরা হলেন- নিকরাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া
ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী, ছাত্রদলের সহসভাপতি এনামুল। বাকি আহতদের পরিচয় নিশ্চিত
করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিকরাইলের বাগানবাড়ি এলাকার অবৈধ বালুঘাট
নিয়ে স্থানীয় বিএনপির দু’পক্ষের দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্ব নিরসনে শনিবার বিকালে সালিশি
বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন
আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. বিকাশ চন্দ্র
পাল বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এক নারীসহ চারজনকে ভর্তি করা হয়েছে।’
ভূঞাপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘বালুর ঘাট নিয়ে
সংঘর্ষ হচ্ছে এমন খবরে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে সেখানাকার পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে।’