Logo
Logo
×

সারাদেশ

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৮:০৬ পিএম

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হরিপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে মহানগরীর দামকুড়া থানার হরিপুর এলাকার কালুর ডাইং সাদেকুলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী (৩০) ও একই এলাকার চাঁদশিকারী খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)। 

আরএমপির দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, সাদ্দাম ও শামীম একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যাচ্ছিলেন। মোটরসাইকেলচালক হঠাৎ করে বাম দিক থেকে সড়কের ডানে চলে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাকের নিচে পড়ে গেলে মোটরসাইকেলে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই সাদ্দাম ও শাহীম নিহত হন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, ট্রাক চালকের কোনো দোষ নেই বলে মনে হয়েছে। কারণ মোটরসাইকেলচালক নিজের সাইড পরিবর্তন করে ডানে গিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়েন। ট্রাক চালক ও হেলপার পলাতক আছেন। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আরএমপির দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম