Logo
Logo
×

সারাদেশ

রামগঞ্জে ৫০ হাফেজকে সংবর্ধনা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:৩৮ এএম

রামগঞ্জে ৫০ হাফেজকে সংবর্ধনা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০ কুরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার একটি রেস্তোরাঁয় স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সংগঠনটির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ থানার ওসি আবুল বাশার। এতে বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুন অর রশীদ ও সোনাপুর বড় মসজিদের খতিব হারুন অর রশীদ।

এছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি এমরান হোসেন, সহকারী সেক্রেটারি জাকির হোসেন পাটোয়ারী, ইখলাস ফাউন্ডেশনের সভাপতি মাস্টার ফয়সাল আহমেদ, রামগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক রুবেল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, আল কুরআন অ্যাকাডেমির সভাপতি শেখ মোবারক উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওসি বলেন, ‘মানুষের কাছে কুরআনের সঠিক বার্তা প্রচার করতে হবে। পবিত্র কুরআনের আলোতে বিশ্ব আলোকিত হোক।’

সংগঠনটির সভাপতি টিপু সুলতান বলেন, কুরআনে হাফেজদেরকে সমাজের প্রত্যেক মানুষ পছন্দ করেন। তারা সুন্দর সমাজ বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম