Logo
Logo
×

সারাদেশ

পলিপাস অপারেশনের পর কলেজছাত্রের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৩:৪৪ এএম

পলিপাস অপারেশনের পর কলেজছাত্রের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস অপারেশরে পর শ্রী উৎস ভট্টাচার্য নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলা শহরের ইকো ডায়াগনস্টিক ও ফাতেমা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত উৎস উপজেলার রায়গ্রামের উজ্জ্বল ভট্টাচার্যে ছেলে। তিনি স্থানীয় সরকারি মহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের বড় ভাই উন্মেষ ভট্টাচার্য অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে ছোট ভাই উৎস ওই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোর ৫টার দিকে নাকের পলিপাস অপারেশন করেন ওই হাসপাতালের ডাক্তার কাজী রাজিবুল ইসলাম। অপারেশনের কিছু সময় পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সকাল ৯টার দিকে মারা যায় সে।

স্বজনরা অভিযোগ করেন, মৃত্যুর পরও উৎসকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে (যশোর মেডিকেল হাসপাতালে) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে উৎসর মৃতর খবর ছড়িয়ে পড়লে বিকাল সাড়ে ৩টার দিকে সহপাঠীরা হাসপাতালে সামনে জোড় হয়ে বিক্ষোভ শুরু করে। প্রাইভেট হাসপাতালটি বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভের এক পর্যায়ে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। সহপাঠীদের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার মোবাইল ফোনে রাত ৮টার দিকে জানান, উৎসর মরদেহ যশোর হাসপাতাল থেকে সরাসরি গ্রামের শ্মশান ঘাটে নিয়ে যায় স্বজনরা। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হলে পরিবারের লোকজন লাশের ময়নাতদন্তে আপত্তি তোলে এবং থানায় কোনো অভিযোগ দায়ের করবে না বলে জানিয়ে দেয়।

তিনি আরও জানিয়েছেন, অপারেশনকারী ডাক্তার কাজী রাজিবুল ইসলাম ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে কর্মরত। হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঘটনার বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম