ক্ষেতলালে পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:৩৯ পিএম

ক্ষেতলালে পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর সাঞ্জাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ফারহান (৩) রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামের সোহাগ হোসেনের ছেলে ও শাফায়েত (৩) একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।
ক্ষেতলাল থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়।