Logo
Logo
×

সারাদেশ

চাঁদা না দেওয়ায় গৃহবধূকে মারধর

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম

চাঁদা না দেওয়ায় গৃহবধূকে মারধর

ফরিদপুরের সদরপুরে চাঁদা না দেওয়ায় আক্তারী বেগম (২৭) নামে এক গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত আক্তারী বেগম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানান, কাঞ্চন বেপারীর ক্রয়কৃত জমিতে মাটি ভরাট করতে গেলে স্থানীয় আয়নাল বেপারী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিয়ে ওই জমিতে ভরাট কাজ করতে গেলে আয়নাল বেপারীর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়।

হামলায় কাঞ্চন ও তার পুত্রবধূ আক্তারী বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সদরপুর থানার ওসি মো. আ. মোতালেব বলেন, কাঞ্চন বেপারী বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। উক্ত ঘটনা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম