Logo
Logo
×

সারাদেশ

সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ মেয়র কাজলের বিরুদ্ধে অস্ত্র মামলা

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১২:৫৬ পিএম

সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ মেয়র কাজলের বিরুদ্ধে অস্ত্র মামলা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহচর আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে মামলা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আখাউড়া থানার এসআই বাবুল। গত ২৬ ফেব্রুয়ারি আখাউড়া থানার এসআই জহিরুল হক বাদী হয়ে মামলাটি করেন।

এসআই বাবুল জানান, পতিত আওয়ামী সরকারের আমলে মেয়র কাজলের নিকট লাইসেন্স করা একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন ছিল। হাসিনা সরকারের পতনের পর লাইসেন্স বাতিল করে গত বছর সেপ্টেম্বরের ৩ তারিখ অস্ত্র জমা দেওয়ার কথা বলা হলেও কাজল তার অস্ত্র জমা দেয়নি। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কিন্তু বাকি ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়নি।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানিয়েছেন, গুলি ও ম্যাগাজিন উদ্ধারসহ কাজলকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। 

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট মেয়র কাজল ওই পিস্তল দিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপরও গুলি চালিয়েছিল।  তার বাসার ছাদ থেকে ছাত্রদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বলে একাধিক অভিযোগ রয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতারের পর সাবেক মেয়র কাজল ভারতে পালিয়ে যায়। সে এখন ভারতে অবস্থান করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম