
বিশেষ অভিযানে গাজীপুরে একদিনে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর জেলা ও মহানগরীর ১৩টি থানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে এই ১৯ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটনের এসবি ও জেলার সংশ্লিষ্ট থানা পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি) ওই বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর ৮টি থানা এলাকা থেকে যৌথ অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায়- ৯ জন, সদর মেট্রো থানায়- ৪ জন, কাশিমপুর- ২ জন, পূবাইল ও বাসন থানায় একজন করে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেলার কাপাসিয়া ও কালিয়াকৈর দুই থানায় একজন করে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ অভিযানে এ পর্যন্ত মহানগরী থেকে ৪৯১ জন এবং জেলার ৫টি থানা এলাকা থেকে ১৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।