Logo
Logo
×

সারাদেশ

সাদপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর কারামুক্ত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৬:২৫ পিএম

সাদপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর কারামুক্ত

উচ্চ আদালতে জামিন লাভের পর বুধবার গাজীপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাদপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর। বৃহস্পতিবার মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বছর ১৮ ডিসেম্বর গাজীপু‌রের টঙ্গীর বিশ্ব ইজ‌তেমা ময়দা‌নে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়৷

মো. সায়েম বলেন, গত বছর ১৮ ডিসেম্বর টঙ্গী ময়দানে সহিংসতার মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া এখনো দুজন ভিতরে রয়েছেন তারা খুব দ্রুতই বের হবেন ইনশাআল্লাহ৷

তিনি আরও বলেন, গত ৭ বছর ধরে জুবায়েরপন্থিরা সুবিধা ভোগ করেছেন। তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছেন। কাকরাইলে আমাদের অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছেন। অথচ এখন এই বৈষম্যবিরোধী বাংলাদেশে এসেও তারা নতুন নকশা আঁকছেন। আমরা আল্লাহর ওপর সব বিচার দিয়েছি।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর টঙ্গীতে সহিংসতা ঘটনায় জোবায়েরপন্থিরা সাদপন্থিদের ২৯ জনকে আসামি করে গাজীপুর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। অপরদিকে সাদপন্থিরা জুবায়েরপন্থিদের ৪৪ জনকে আসামি করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এ মামলায় সাদপন্থি চারজন গ্রেফতার হলেও জোবায়েরপন্থিদের কেউ গ্রেফতার হননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম