কাশিমপুর থানার ওসি ও এএসআই প্রত্যাহার

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৬:২৪ পিএম

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঘুস, জমি দখল, সমঝোতা করে আসামি ছেড়ে দেওয়া ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
বুধবার রাতে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার আবু নাসের আল আমিন তাদের প্রত্যাহারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।
প্রত্যাহার ব্যক্তিরা হলেন- কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম ও এএসআই মোস্তফা কামাল আকন্দ।
স্থানীয়রা জানান, ওসি সাইফুল ইসলাম আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সখ্যতা বজায় রেখে তাদের নিরাপদে লালন পালন করছেন। সুস্পষ্ট অভিযোগ থাকলেও তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। যারা ১৫ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন তাদেরই গ্রেফতার করাচ্ছেন ওসি। মাঝে মধ্যে আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেফতার করলেও তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে থানা থেকে ছেড়ে দেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে জিরানী বাজারে আয়োজিত একটি মানববন্ধন থেকে স্থানীয় নেতারা এসব অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার আবু নাসের আল আমিন যুগান্তরকে বলন, বুধবার রাতে কাশিমপুর থানার ওসি ও এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।