Logo
Logo
×

সারাদেশ

বরিশালে চলন্ত বাসে আগুন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম

বরিশালে চলন্ত বাসে আগুন

ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী গ্রিন লাইন পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে এ ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান। 

তিনি বলেন, ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় উজিরপুর উপজেলার বামরাইলে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিন লাইন বাসে আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

গ্রিন লাইন পরিবহনের বরিশাল ডিপো ম্যানেজার আনিসুর রহমান বলেন, সকল যাত্রী ও বাসের স্টাফরা নিরাপদ রয়েছেন। 

বামরাইল গ্রামের বাসিন্দা মনির খলিফা বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তায় হাঁটার সময়ে দেখতে পাই গ্রিন লাইন পরিবহনে আগুন জ্বলছে। তখন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রনি বলেন, চলন্ত বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম