চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলনেতা জেলহাজতে

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১২:২৯ এএম
বরগুনার তালতলীতে তরমুজ চাষিদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে এক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা জহিরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। তালতলী উপজেলার চরপাড়া গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে তরমুজ চাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। পুলিশ বুধবার দুপুরে আসামি জহিরুল ইসলামকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক শরীয়াতুল্লাহ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় ২৩৫ হেক্টর জমিতে আগাম জাতের তরমুজ চাষ করেছে। ওই তরমুজ বাজারে বিক্রি হচ্ছে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের রাকিব ভদ্দরসহ পাঁচজন কৃষক তালতলী উপজেলার চরপাড়া গ্রামে ৮০ একর জমিতে তরমুজ চাষ করেছেন।
মঙ্গলবার ওই তরমুজ চাষিরা পাইকারদের কাছে বিক্রি করে দেন। ব্যবসায়ীরা তরমুজ কাটতে শুরু করেন। ওই সময় তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল ইসলাম ও তার সহযোগী শহীদুল ইসলাম প্রত্যেক চাষির কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন।
চাষিরা তাদের চাঁদা দিতে রাজি না হওয়ায় জহিরুল ইসলাম ও তার সহযোগীরা তরমুজ কাটা বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে চাষি রাকির ভদ্দর তালতলী থানায় অভিযোগ দেন।
খবর পেয়ে তালতলী থানার ওসি শাহজালাল ঘটনাস্থলে আসেন। পরে ঘটনার সঙ্গে জড়িত উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য জহিরুল ইসলামকে গ্রেফতার করেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার রাতে তালতলী থানায় তরমুজ চাষি রাকিব ভদ্দর বাদী হয়ে শহীদুল ইসলামকে প্রধান আসামি করে ৮ জনের নামে মামলা করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- জহিরুল ইসলাম, আবু হানিফ, রাকিব মৃধা, কাসেম খাঁন, জলিল খাঁন, রুবেল খাঁন ও খলিল খাঁন।
বুধবার দুপুরে আসামি জহিরুল ইসলামকে পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক শরীয়াতুল্লাহ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তরমুজ চাষি মামলার বাদী রাকিব ভদ্দর বলেন, কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের পাঁচজন তরমুজ চাষী তালতলী উপজেলার চরপাড়া গ্রামে ৮০ একর জমিতে তরমুজ চাষ করেছি। ওই তরমুজ বিক্রি করতে গেলে জহিরুল ইসলাম, শহীদুল ইসলামসহ আসামিরা প্রত্যেক তরমুজ চাষির কাছে ২০ হাজার টাকা চাঁদা চান। তাদের টাকা দিতে অস্বীকার করায় তারা আমাদের তরমুজ কাটা বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।
তিনি বলেন, এখন আসামি জহিরুল, শহীদুল ও তার স্বজনরা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজিবুল ইসলাম সোহেল বলেন, জহিরুল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ এনামুল করিম বলেন, গ্রেফতার আসামি জহিরুল ইসলামকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আমতলী থানার সিএসআই হেলাল উদ্দিন বলেন, আসামি জহিরুল ইসলামকে আদালতের বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাকে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।
তালতলী উপজেলা কৃষি অফিসার আবু জাফর বলেন, তরমুজ চাষিদের যে কেউ বিরক্ত করলেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাতে চাষিরা নিরাপদে তরমুজ বাজারজাত করতে পারেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরমুজ চাষি থানায় মামলা করেছেন। আসামি জহিরুলকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।