Logo
Logo
×

সারাদেশ

দেনার দায়ে অপহরণ নাটক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:৩৯ পিএম

দেনার দায়ে অপহরণ নাটক

সিলেটে লক্ষাধিক টাকা দেনার দায় মেটাতে অপহরণ নাটক সাজালেন এক যুবক। পরে নিজের হাত-পা বাঁধা ছবি বাবাকে পাঠান তিনি; কিন্তু পুলিশের তৎপরতায় পরিকল্পনা শেষ করতে পারলেন না। ধরা পড়ল অপহরণ নাটক।

এমন আজব কাণ্ড ঘটিয়েছেন শাহপরাণ থানা এলাকার বালুচর এলাকার বাসিন্দা রিপন মিয়া।

জানা যায়, গত মঙ্গলবার রিপনের পিতা লিটন মিয়া শাহপরাণ থানায় লিখিত অভিযোগ দেন যে, তার ছেলে গত ২৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। তিনি ওই দিন বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ২৮ মার্চ রিপনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পিতার হোয়াটসঅ্যাপ নাম্বারে রিপনের হাত বাধা, মুখ বাধা ছবি আসে। অভিযোগ পেয়ে পুলিশ তাকে উদ্ধারে মাঠে নামে।

শাহপরান থানা পুলিশের এসআই সৈয়দ ফখরুল ইসলাম নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্স ব্যবহার করে অভিযান চালানো হয়। অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহায়তায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে রিপনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর রিপন জানান, তিনি অনেকজনের কাছে ১ লাখ ২৫ হাজার টাকা পান। পাওনাদারদের টাকা না দিতে পারায় সে আত্মগোপনে চলে যায় এবং হাত বাঁধা মুখ বাঁধা ছবি পাঠায়। পরে রিপনকে তার বাবার জিম্মায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম