ধোবাউড়ায় টিসিবি পণ্যের গুদামে আগুন, বঞ্চিত ২৩০০ পরিবার
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) পণ্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১১টার দিকে মুন্সিরহাট বাজারে ধানমহালে টিসিবির পণ্য রাখা দুটি গুদামে আগুন দেখা যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
আগুনে পুড়ে যায় ৪টি দোকান। এর মাঝে টিসিবির পণ্য রাখা মায়ের দোয়া স্টোর ও মা স্টোরের গুদাম পুড়ে যায়। এতে অন্তত ১৩ লাখ টাকার টিসিবি পণ্য পুড়ে যায়। এছাড়া ৪টি দোকান পুড়ে গিয়ে মোট ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
এদিকে পূর্বঘোষিত বুধবার ও বৃহস্পতিবার বাঘবেড় ইউনিয়ন পরিষদে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ২৩শ পরিবার পণ্য থেকে বঞ্চিত হয়েছেন।
এ ব্যাপারে মা স্টোর এর প্রোফাইটর শামসুদ্দিন বলেন, রাতে আগুনে সব পুড়ে গেছে। তাই আপাতত টিসিবি পণ্য দিতে পারছি না।
ইউপি চেয়ারম্যান মেছবা উদ্দিন সরকার মামুন বলেন, পণ্য আগুনে পুড়ে যাওয়ায় বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন বিশ্বাস বলেন, আমি সরেজমিন গিয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। টিসিবি পণ্য বিতরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিএনপির যুগ্ম মহাসচবি সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
