Logo
Logo
×

সারাদেশ

মাছ চুরির মামলায় দুই ছাত্রদল নেতা গ্রেফতার

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:৩৭ পিএম

মাছ চুরির মামলায় দুই ছাত্রদল নেতা গ্রেফতার

নেত্রকোনার খালিয়াজুরীতে ইজারাকৃত জলাশয়ে মাছ চুরির মামলায় দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় তাদের নেত্রকোনা আদালতে সোপর্দ করে পুলিশ।

এর আগে সোমবার সন্ধ্যায় ওই উপজেলার বোয়ালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- জেলার খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির ইবনে মাসুম ও সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম সাগর।

খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খালিয়াজুরির নগর ইউনিয়নে চেলাফাইয়া ফিসারিতে মাছ চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি ফিসারি মালিক পারভেজ চৌধুরী বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে সাব্বির ইবনে মাসুম ও মাজহারুল ইসলাম সাগরকে চুরি করা মাছসহ গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম