অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০১:৫৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যা সচিব গোলাম নাসির বিপ্লব (৩৭) নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার ফিসকাঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব সোমবার
পাঁচবিবি উপজেলা সদরে গিয়েছিলেন। কাজ শেষে ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন
তিনি। যানটি ফিসকাঘাট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ
হয়। এতে বিপ্লব গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যা
বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ওসি ময়নুল ইসলাম বলেন, ‘ইফতারের কয়েক মিনিট আগে এ দুর্ঘটনা
ঘটে। নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়া হবে।’