Logo
Logo
×

সারাদেশ

আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি গ্রেফতার

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৪০ পিএম

আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনা অভিযানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এজাহারনামীয় আসামি টিটু দাশকে (৪৫) গ্রেফতার হয়েছেন। সোমবার বিকাল ৩টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের মহাজনবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার টিটু দাশ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বাসিন্দা শম্ভু দাশের ছেলে ও আলিফ হত্যা মামলার ১১৫নং তালিকাভুক্ত আসামি।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, টিটু দাশ আইনজীবী আলিফ হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিস্ফোরক ও ভাঙচুরের আইনেও মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।

বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

এ ঘটনায় ২৯ নভেম্বর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়।

আইনজীবীদের ওপর হামলা, বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করেন আলিফের ভাই খানে আলম। ওই মামলায় ১১৬ জনকে আসামি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম