Logo
Logo
×

সারাদেশ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৩৮ পিএম

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসির) পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। 

সোমবার দুপুর পৌনে ২টায় নগরীর নিরালায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি করা হয়। মাহবুবুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে মাববন্ধনে দাবি করা হয়।

রকিবুল ইসলাম মতির সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএ’র সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলু। উপস্থিত ছিলেন ড্যাব খুলনার সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আকারামুজ্জামান, খুলনা স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল কবির, ডা. বাপ্পী, ডা. আমান, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান, এ বি এম জাকির প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ আমলে অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বিলুপ্তি করতে চায় খুলনার মানুষ। একটি বিশেষ বাড়ির কোনো নিয়োগকে আমরা মানতে পারি না ও মানব না।

তারা বলেন, উপাচার্য মাহাবুবের নিয়োগটি ছিল নীলনকশার। তার নিয়োগ ও কর্মকাণ্ডও অবৈধ। তিনি খামখেয়ালি করে এখানে লোকবল নিয়োগ ও স্থায়ী করছেন। এই উপাচার্য ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে খুলনাবাসীকে নিয়ে তার বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম