Logo
Logo
×

সারাদেশ

বাসে ডাকাতির ছয়জন গ্রেফতার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:২৬ পিএম

বাসে ডাকাতির ছয়জন গ্রেফতার

নওগাঁর পত্নীতলা ও পাবনার সাঁথিয়া উপজেলায় গাছ ফেলে বাসে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় লুট হওয়া মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। 

সোমবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- জয়পুরহাট জেলার কালাই উপজেলার হাতিয়ার গ্রামের শামীম ইসলাম (২৭) ও একই গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মণ (৩০), ঝমুটপুর গ্রামের আব্দুল লতিফ (২৭), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পুরন্দর গ্রামের শাহারুল ইসলাম (৩৭) ও একই গ্রামের শহিদুল ইসলাম (৪০) এবং বগুড়ার কাহালু উপজেলার বিন্ধুরাইল গ্রামের শাহাদাত হোসেন (৪০)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, গত ২২ ফেব্রুয়ারি রাত ১২টায় নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাইয়ের মাঝামাঝি এলাকায় গাছ ফেলে একটি বাস ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাসের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। 

এ ঘটনায় তদন্তে নেমে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে জয়পুরহাটের কালাই থেকে তিনজন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে দুইজন ও বগুড়ার কাহালু থেকে একজনকে গ্রেফতার করেছে নওগাঁ পুলিশ। 

গ্রেফতার ডাকাত চক্রের ছয় সদস্যের মধ্যে শহিদুলের বিরুদ্ধে ছয়টি, শাহরুলের বিরুদ্ধে দুটি, শামীমের বিরুদ্ধে দুটি এবং অন্যদের বিরুদ্ধে একটি করে ডাকাতির মামলা রয়েছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গ্রেফতার ব্যক্তিদের কাছে পত্নীতলায় বাসের যাত্রীদের কাছ থেকে লুট করা একজোড়া কানের দুল ও ছয়টি মোবাইল উদ্ধার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত করাত, কয়েকটি হাঁসুয়া, একটি প্লাস এবং একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। 

পুলিশ সুপার জানান, গ্রেফতার ব্যক্তিরা নওগাঁর পত্নীতলায় বাসে ডাকাতির কথা স্বীকার করেছেন। পত্নীতলায় বাস ডাকাতির পাশাপাশি তারা গত শুক্রবার রাতে পাবনার সাঁথিয়ায় অন্তত ১০টি বাসে ডাকাতির স্বীকার করেছে। 

গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। অধিকতর জিজ্ঞাসাবাদ ও এই চক্রের অন্য সদস্যকে গ্রেফতারের লক্ষ্যে আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও জয়ব্রত পাল, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েতুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম