Logo
Logo
×

সারাদেশ

কুকুরের কামড়ে এক চিত্রা হরিণ জখম

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:২৫ পিএম

কুকুরের কামড়ে এক চিত্রা হরিণ জখম

সীতাকুণ্ডে কুকুরের কামড়ে এক চিত্রা হরিণ জখম হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হরিণটি উদ্ধার করেছে বন বিভাগের লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বেড়িবাঁধ এলাকায় বন থেকে মিঠাপানি পান করতে একটি চিত্রা হরিণ লোকালয়ে এলে কুকুরের কবলে পড়ে হরিণটা। এ সময় হরিণটাকে কুকুর কামড়ে আহত করলে হরিণটি দুর্বল হয়ে পড়ে। স্থানীয় লোকজন আহত হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের লোকজনকে খবর দেন।

সীতাকুণ্ড বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রনি আলী খান বলেন, সীতাকুণ্ডের বগাচতর, মহানগর, পশ্চিম বাকখালী, সৈয়দপুর, বাড়বকুণ্ডসহ বিভিন্ন জায়গা ম্যানগ্রোভ বন অধ্যুষিত। মিঠাপানি পান করতে হরিণটি লোকালয়ে চলে এলে কুকুরের কামড়ে আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করেন। খবর পেয়ে আমরা হরিণটিকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম বন্য প্রাণী ডিভিশন হাসপাতালে ভর্তি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম