Logo
Logo
×

সারাদেশ

ভোজ্যতেল বিক্রেতাদের সতর্ক করল মনিটরিং টিম

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:১০ পিএম

ভোজ্যতেল বিক্রেতাদের সতর্ক করল মনিটরিং টিম

সিলেটে শর্তসাপেক্ষে ভোজ্যতেল বিক্রেতাদের সতর্ক করেছে মনিটরিং টিম। সাফ জানিয়ে দিয়েছে, বাজারে অস্থিরতা সৃষ্টির মতো কোনো অপতৎপরতার প্রমাণ পেলে মনিটরিং টিম তাৎক্ষণিক অভিযান চালাবে। দায়ীদের জরিমানাসহ আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

সিলেটের বাজারে অন্যান্য পণ্য না কিনলে ভোজ্যতেল না দেওয়া, তেল কিনতে গেলে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এমন হুঁশিয়ারি উচ্চারণ করে।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সিলেটের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার সিলেট মহানগরের কালীঘাট ও মদিনা মার্কেট এলাকায় বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় পুলিশ ও সেনাবাহিনী।

এসময় সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, রমজানে সিলেটে সয়াবিন তেলের বাজারে কোনো ঘাটতি থাকবে না আর সে লক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং পরিচালনা করবে জেলা প্রশাসন।

তিনি জানান, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের সরবরাহ সঠিকভাবে চালু রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সিন্ডিকেট করে কেউ সাধারণ মানুষকে ধোঁকা দিতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকবে জেলা প্রশাসন। যেসব ব্যবসায়ী শর্তসাপেক্ষে সয়াবিন তেল বিক্রি করছেন তাদের সতর্ক করে এই মনিটরিং টিম এবং সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জরিমানা করার কথাও জানান জেলা প্রশাসকের নেতৃত্বাধীন এই মনিটরিং টিম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম