Logo
Logo
×

সারাদেশ

অপহরণ-ধর্ষণ মামলায় যাবজ্জীবন, ১৪ বছর পর আসামি গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৯:১৬ পিএম

অপহরণ-ধর্ষণ মামলায় যাবজ্জীবন, ১৪ বছর পর আসামি গ্রেফতার

চট্টগ্রামে ১৪ বছর পর অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর দক্ষিণ হালিশহর এলাকায় অভিযান চালিয়ে ওসমান গণি (৪০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

সোমবার র‌্যাবের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

ওসমান গণি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার আফসার উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, সীতাকুণ্ড থানার ২০১০ সালের ২৯ জুন নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওসমান গণি। তিনি নগরীর ইপিজেড থানা এলাকায় অবস্থান করছেন- এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে দীর্ঘ ১৪ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন তিনি।

ওসমান গণির বিরুদ্ধে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতনের ১টি মামলার তথ্য পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম