Logo
Logo
×

সারাদেশ

সরকারি জায়গা দখল করতে গিয়ে বিএনপি নেতা আটক

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৯:১৪ পিএম

সরকারি জায়গা দখল করতে গিয়ে বিএনপি নেতা আটক

ফরিদপুরের নগরকান্দায় সরকারি জায়গা দখল করতে গিয়ে প্রশাসনের হাতে আটক হয়েছেন এক বিএনপি নেতা। সোমবার বিকালে তাকে আটক করা হয়।

জানা গেছে, উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকার ঢাকা-বরিশাল বিশ্বরোডে জেলা পরিষদের নির্মাণ করা যাত্রীছাউনী এবং সড়ক বিভাগের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছেন চরযশোরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আবুল কাশেম এবং তার ভাই আবু বক্কার। এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সোমবার দুপুরে খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ সোমবার বিকালে ঘটনাস্থলে গিয়ে সরকারি জায়গা দখল করার অভিযোগে চরযশোরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আবুল কাশেমকে আটক করেছেন বলে জানা গেছে।

মো. আবুল কাশেমের ও আবু বক্কার চরযশোরদী ইউনিয়নের মৃত মোছলেম মাতুব্বরের ছেলে।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, সরকারি জায়গায় ঘর নির্মাণ করার অভিযোগে আবুল কাশেমকে আটক করা হয়েছে। তারা তাদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা ভেঙে নিলে তাকে ছেড়ে দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম