Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে মাদকবিরোধী সমাবেশ

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম

গৌরীপুরে মাদকবিরোধী সমাবেশ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার মাদকবিরোধী সমাবেশে ‘মাদককে লাল কার্ড’ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। তিনি বলেন, সমাজে যারা মাদক বিক্রি করে, তারা সবার শত্রু। মাদক সেবনকারীকেও চিহ্নিত করে প্রত্যেক পরিবার, তার সম্পর্কে স্বজনদের অভিহিত করতে হবে। সবাই মিলে চেষ্টা করলে সে এ জগত থেকে বেরিয়ে আসতে পারে। তবে মাদককে রুখে দিতে হবে। তার জন্য সবার গণসচেতনতা প্রয়োজন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক। তিনি বলেন, মাদক সেবনে স্মরণশক্তি, যৌনশক্তি নষ্ট হয়ে যায়, লিভার ও কিডনি নষ্ট করে দেয়। পুরুষত্বহীনতা ও বন্ধ্যত্ব সৃষ্টি করে। মনোযোগ দেওয়ার ক্ষমতাও নষ্ট হয়, বেড়ে যায় আত্মহত্যার প্রবণতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাহবুব আহমেদ মানিক, ডক্টর এমআর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক একেএম মাজহারুল পলাশ, বিজন চন্দ্র সরকার, উজ্জ্বল চন্দ্র সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সভাপতি নাদিরা জামান পান্না, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, গৌরীপুর শিল্প কুটিরের পরিচালক এমএ মাসুদ, আরএফএলের ডিস্ট্রিবিউটর মো. রোকন উদ্দিন বাবুল, গৌরীপুর দলিল লেখক সমিতির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ভূট্টো, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি ডা. একেএম মাহফুজুল হক, শামীম খানম মীনা, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, প্রতিভা মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান হোমায়রা শাহরিন তুলি, সাংবাদিক আরিফ আহমেদ, মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান, আব্দুর রউফ দুদু, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম