Logo
Logo
×

সারাদেশ

ট্রলির পেছনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৬:৩৭ পিএম

ট্রলির পেছনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের মধুখালীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আখবাহী ট্রলির পেছনে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের ঝাউহাটি  গ্রামের স্যানখালী ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

নিহত মোটরসাইকেল আরোহী এনামুল হক (২৮) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের নজর আলী শেখের ছেলে। আহত কাউয়ুম মোল্যা (৩৫) একই উপজেলার কচুয়া গ্রামের  আকবর মোল্যার ছেলে। সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী জানান, সকালের দিকে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা ফরিদপুর চিনিকলের একটি আখবাহী ট্রলির পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা খেলে একজন নিহত হন। গুরুতর আহত আরেকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম