Logo
Logo
×

সারাদেশ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভবঘুরে নিহত

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৬:৩৬ পিএম

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভবঘুরে নিহত

চট্টগ্রামে ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে পারল না ভবঘুরেও। ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানার জেল রোডের আমানত শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়েছেন সাধারণ জনতা।

শাহেদ নামে ওই ছিনতাইকারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সোমবার থানায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা যাওয়া ব্যক্তি মাজার এলাকায় ‘ভবঘুরে’ হিসেবে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শাহেদ একজন পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারাল ছুরি নিয়ে জেল রোডে ঘোরাঘুরি করছিল। অন্যদিকে মাজার এলাকায় নিয়মিত থাকেন, এমন এক ভবঘুরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয় শাহেদের। এক পর্যায়ে শাহেদ ওই ব্যক্তির ডান বাহুতে ছুরিকাঘাত করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে ছুরিকাঘাতের ঘটনা দেখে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে শাহেদকে ধাওয়া দেয়। তাকে লালদিঘীর মোড়ে মালঞ্চ রেস্তোরাঁর সামনে ধরে লোকজন পিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শাহেদকে উদ্ধার করে প্রথমে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে এবং পরে সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম যুগান্তরতে বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে সিআইডির ফরেনসিক বিভাগের একটি টিম পরিচয় শনাক্তের জন্য নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। বিকাল পর্যন্ত তার কোনো তথ্য পাওয়া যায়নি। অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম