Logo
Logo
×

সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন বাবা

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৬:২৪ পিএম

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন বাবা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে এক শিশু ছাত্রীকে (৭) ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত শাহরুফকে (১৭) পুলিশের হাতে তুলে দিয়েছে তার পরিবার।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা সদরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় শাহরুফকে পুলিশের হাতে তুলে দেন তার প্রবাসী বাবা নুরনবী।

এর আগে শনিবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফারুক মিয়ার নতুন বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার ওই শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে একই এলাকার প্রবাসী নুরনবীর ছেলে মো. শাহরুফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শাহরুফের পরিবারের সহযোগিতায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেডিকেল পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, শনিবার সকালে মুছাপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী (৭) মাদ্রাসায় যাওয়ার পথে পথরোধ করে ধর্ষণচেষ্টা করে। এ সময় ওই শিশু শিক্ষার্থীর ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করে স্থানীয় কিছু মাতবর। তারা ২০ হাজার টাকায় মীমাংসা ও কাগজে স্বাক্ষর দিতে ভুক্তভোগী পরিবারকে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানিয়ে ভুক্তভোগীর মা রোববার সকালে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম