Logo
Logo
×

সারাদেশ

পলাশবাড়ীতে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী আটক

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৩:৫৩ পিএম

পলাশবাড়ীতে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারে আপত্তিকর অবস্থায়  তরুণ-তরুণীকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রোববার (২ মার্চ) বিকেল ৩টার দিকে। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।  

আটকরা হলেন-পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক হাবিবুর রহমানের ষোড়ষী মেয়ে এবং জান্নাতুল করিমের ছেলে ইমরান হাসান। সে সাদুল্ল্যপুর উপজেলার ঢোলভাঙ্গা এলাকার জানিপুর গ্রামের বাসিন্দা।  

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে হাসপাতালের কোয়ার্টারে সন্দেহজনক কার্যকলাপ চলছিল। এলাকাবাসী বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন। ঘটনার দিন বিকালে সন্দেহ হলে তারা কোয়ার্টারে প্রবেশ করেন এবং ইমরানসহ দুইজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরবর্তীতে খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। 

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম