Logo
Logo
×

সারাদেশ

হুমকি ও উচ্ছেদের বিষয় স্বীকার করে বিএনপি নেতা বললেন, ‘রাগে বলেছি’

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

হুমকি ও উচ্ছেদের বিষয় স্বীকার করে বিএনপি নেতা বললেন, ‘রাগে বলেছি’

গাজীপুরের কালীগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগীকে হুমকি দিয়েছেন তিনি। বলেছেন উচ্ছেদের কথাও। হুমকি ও উচ্ছেদের বিষয়টি স্বীকার করে ওই বিএনপি নেতা বলেছেন, রাগের বশীভূত হয়ে বলেছি।

ঘটনাটি উপজেলার বক্তারপুর ইউনিয়নের নাওয়ান এলাকায়। অভিযুক্ত মো.আহমদুল কবির খান নাঈম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। হুমকির ঘটনায় আদালতে মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী ব্যাটারিচালিত অটোরিকশা চালক হৃদয় জানান, জমি সক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাওয়ান এলাকার মুনসুর আলীর পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিক সালিশও হয়েছে। এ ঘটনায় মামলাও করা হয়েছে। তবে সমস্যার সমাধান হয়নি। পরে মীমাংসার কথা বলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাঈম চারটি সাদা স্ট্যাম্পে হৃদয়, তার মামা ও খালার স্বাক্ষর নেন।

গত ১২ ফেব্রুয়ারি বিরোধপূর্ণ ওই জমি দখল করে বাউণ্ডারি করছিল মুনসুর আলী। এতে হৃদয়ের পরিবার বাধা দিলে তাদের মারধর করা হয়। পরে এ নিয়ে স্থানীয় হোসেন আলীর মোবাইলে হৃদয় ফোন দিয়ে ঘটনার বিষয় জানায়। এ সময় হোসেনে আলীর কাছ থেকে মোবাইলটি নিয়ে নাঈম হৃদয়কে অকথ্যভাষায় গালিগালাজ করে। বলে, ‘আর বাড়াবাড়ি করবি না। মানুষ চিনস। তোকে একদম মেরে ফেলব। তোর পোল্ট্রি ফার্ম ভেঙে  উচ্ছেদ করে দিমু।’

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা নাঈম বলেন, ‘বিচারের প্রয়োজনে ষ্ট্যাম্পে দুপক্ষের স্বাক্ষর নেওয়া হয়েছে।’ হত্যার হুমকি ও উচ্ছেদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করে বলেন, ‘রাগের বশীভূত হয়ে এমনটা করেছি।’

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম