Logo
Logo
×

সারাদেশ

ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার ১০

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১১:৩১ এএম

ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার ১০

গাজীপুর মহানগরী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ‘অপারেশন ডেভিল হান্টে’ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে রোববার সকাল থেকে শুরু হয়ে সোমবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি)।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর আট থানা এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় পাঁচজন, বাসন ও কাশিমপুর  এলাকা থেকে দুজন করে ও ডিবি দক্ষিণ একজনকে গ্রেফতার করে।

চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মহানগরী এলাকা থেকে ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম