Logo
Logo
×

সারাদেশ

আখাউড়ায় আ.লীগ নেতা গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৭:২৮ এএম

আখাউড়ায় আ.লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে আওয়ামী লীগ নেতা শেখ কামালকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো.ছমিউদ্দিন। এর আগে সন্ধ্যায় পৌরসভার লাল বাজার এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার শেখ কামাল ওই এলাকার মৃত শেখ ওসমানের ছেলে। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, গ্রেফতার আসামি শেখ কামালকে ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম