Logo
Logo
×

সারাদেশ

দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি, আহত ৭

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম

দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি, আহত ৭

সাভারের হাইওয়েতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে চলন্ত বাসে ডাকাতি হয়েছে। এ সময় ৭ যাত্রী আহতসহ তাদের কাছ থেকে মোবাইল টাকাপয়সা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

রোববার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার নন্দন পার্ক থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহণের একটি যাত্রীবাহী বাস সাভার ব্যাংক টাউন এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ৫ জন ডাকাত দেশীয় অস্ত্র ও ধারাল চাকু দেখিয়ে যাত্রীদের মোবাইল টাকাপয়সা ও নারীদের গয়না কেড়ে নেয়। পরে ডাকাতরা ব্যাংক টাউন এলাকায় নেমে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এক যাত্রী এই প্রতিবেদককে জানান, মাত্র ৫-৭ মিনিটের মধ্যে ফিল্মি স্টাইলে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

তিনি বলেন,  যাত্রীবেশী দুই ডাকাতের সঙ্গে রেডিও কলোনি থেকে তিন ডাকাত বাসে উঠে এবং ওই দুজনের সঙ্গে যোগ দেয়। এরপর তারা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় বাসের গেট বন্ধ করে যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যে ২০-২৫ জন যাত্রীর মোবাইল,  টাকাপয়সা ও গয়না ছিনিয়ে নেয়।

তিনি বলেন, কয়েকজন যাত্রী হেমায়েতপুরে বাসটি দাঁড়াতে বললেও বাসচালক বাস না থামিয়ে ঢাকার গুলিস্তানের দিকে চলে যায়। পরে তিনি ঢাকায় নেমে বাসের নম্বরটি নোট করেন এবং একটি ট্রাফিক কনট্রোল রুমে বসে ৯৯৯ নাম্বারে ফোন করে ডাকাতির বিষয়টি জানান। পরে সেখান থেকে সাভার মডেল থানা, হাইওয়ে পুলিশ ও ডিবি উত্তরকে দায়িত্ব দেওয়া হয়।

হাইওয়ে ইন্সপেক্টর সওগাত আলম যুগান্তরকে বলেন, তিনি বাসটি শনাক্ত করেছেন, বাসটি আটকসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের  কয়েকটি টিম অপারেশনে মাঠে নেমেছে।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া যুগান্তরকে জানান, বাসটি আটকসহ ডাকাতদের গ্রেফতারে পুলিশের পেট্রল টিম কাজ করছে। তবে বিকালে সাড় ৬টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা বাসটি আটক করতে পারেনি। এ ঘটনায় ধস্তাধস্তিতে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম