Logo
Logo
×

সারাদেশ

রিকশাচালককে জুতাপেটা, ক্ষমা চেয়েছেন সমাজসেবা কর্মকর্তা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:২৩ পিএম

রিকশাচালককে জুতাপেটা, ক্ষমা চেয়েছেন সমাজসেবা কর্মকর্তা

রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের রিকশাচালককে জুতা ও লাঠিপেটা করার ভিডিও শুক্রবার ছড়িয়ে পড়ার পর তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

শনিবার এক চিঠিতে জেলা প্রশাসক সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজকে তদন্ত করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

এদিকে এ ঘটনার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছেন সমাজসেবা কর্মকর্তা জাহিদ।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসকের নজরেও এসেছে। তিনি এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম