Logo
Logo
×

সারাদেশ

চাঁদা না দেওয়ায় মারধর, ২৪ জনের বিরুদ্ধে মামলা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:০৪ পিএম

চাঁদা না দেওয়ায় মারধর, ২৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে চিহ্নিত চার চাঁদাবাজসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

রোববার সকালে ভুক্তভোগী শাহাদাত হোসেন বাদী হয়ে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে চান্দগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন মামলাটির বাদী পক্ষের আইনজীবী সাদ্দাম হোসেন আজাদ।

মামলার এজাহার থেকে জানা যায়, চান্দগাঁও থানার রাহাত্তারপুল আমান আলী মাস্টারপাড়া এলাকায় জমি কেনা-বেচার ক্ষেত্রে  ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। চাঁদা দিতে অস্বীকার করায় বাদীর কেয়ারটেকার এনামুল হককে মারধর করা হয়। 

গত শুক্রবার বিকালে গোলাম রাব্বানি ও গোলাম তাওহিদের নেতৃত্বে ১৫-২০ জন চাঁদাবাজ ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।  চক্রটি এলাকায় ভূমিদস্যু, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছিল। 

বাদীপক্ষের আইনজীবী সাদ্দাম হোসেন আজাদ যুগান্তরকে জানান, অভিযোগটি আমলে নিয়ে চান্দগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম