Logo
Logo
×

সারাদেশ

অস্ত্রসহ আন্দোলনে গুলিবর্ষণকারীর ভিডিও ভাইরাল

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:৪৬ পিএম

অস্ত্রসহ আন্দোলনে গুলিবর্ষণকারীর ভিডিও ভাইরাল

অস্ত্র ও গুলি হাতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী মামলার আসামি মো. শিবলুর (২৮) একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার সকাল থেকে শিবলুর ২২ সেকেন্ডের একটি ভিডিও বিভিন্ন ফেসবুক আইডি এবং গ্রুপে শেয়ার হতে থাকে। 

জানা যায়, ভিডিওতে থাকা শিবলু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার নাসির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিবলু নিজে এক হাতে মোবাইলে ভিডিও করেছে এবং অপর হাতে কিছু গুলি, অস্ত্র নিয়ে ভিন্ন ভিন্ন স্টাইলে ভিডিও ধারণ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র নিয়ে হামলা হয়। এতে অনেক নিরীহ মানুষ ও শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ পাঁচলাইশ থানায় মামলা করেন। সেই মামলায় ৬৯ নম্বর আসামি শিবলু।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ভিডিওটি পুলিশের হাতে আসার পর তাকে গ্রেফতার করতে ইতোমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম