Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশার যাত্রী নিহত, পুড়িয়ে দিল বাস

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:৪৩ পিএম

অটোরিকশার যাত্রী নিহত, পুড়িয়ে দিল বাস

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। রোববার সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের ছোট জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, ঢাকা থেকে জামালপুরগামী বাস ও জামালপুর থেকে নান্দিনাগামী ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে ১ জন মারা গেছেন। আহতদের মধ্যে ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আবুল কাশেম জামালপুর পৌরসভার হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে।

দুর্ঘটনার পর বাসে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার প্রতিবাদে দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের ফেরিঘাট এলাকার বাস শ্রমিকরা ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ,  সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা ও বাসে আগুন দেওয়ার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম