Logo
Logo
×

সারাদেশ

ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:৪২ পিএম

ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

চট্টগ্রামে ইফতার সামগ্রী আনতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে নগরীর বন্দর থানাধীন ফকিরহাট এলাকায় শিপিং ব্যবসায়ী রাজ্জাক চৌধুরী মাসুদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রোকসানা বেগম (৫৫)। তিনি ফকিরহাট এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ইফতার বিতরণের ঘোষণা দেওয়ায় শনিবার দুপুরের পর থেকে ব্যবসায়ী রাজ্জাক চৌধুরী মাসুদের বাসার সামনের ভিড় করেন মানুষজন। বিকাল হতেই প্রায় ৩০০ মানুষ জড়ো হয়ে যান। এ সময় ভিড় লেগে যাওয়ার একপর্যায়ে চাপা পড়ে পদদলিত হন রোকসানা বেগম। পরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন।

জানা গেছে, ওই ব্যবসায়ী প্রতি বছর ওই এলাকায় বিভিন্ন ঘরে ইফতার সামগ্রী বিতরণ করতেন। তবে এ বছরে নিজ বাড়িতে এ আয়োজনের উদ্যোগ নেন। খবর পেয়ে আগ্রহীরা ওই ব্যবসায়ীর বাড়ির সামনে ভিড় করেন।

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার এসআই সুবর্ণা রানী শীল বলেন, একজন নারী ভিড়ের মধ্যে পদদলিত হয়ে আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম; কিন্তু সেখানে গিয়ে জানতে পারি ওই নারীকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নিয়ে গেছে। পরে সেখানকার চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মা ও শিশু হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়।

জানতে চাইলে বন্দর থানার ওসি সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন যুগান্তরকে বলেন, ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর লাশ ময়নাতদন্ত শেষ হয়েছে। তবে এ ঘটনায় রোববার বিকাল পর্যন্ত থানায় মামলা হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম