Logo
Logo
×

সারাদেশ

ডুয়েটে ছাত্রদলের ১৫ জনের পদত্যাগ

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:৩৪ পিএম

ডুয়েটে ছাত্রদলের ১৫ জনের পদত্যাগ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের নবগঠিত ২৮ সদস্যের কমিটি ঘোষণার পরপরই অভ্যন্তরীণ কোন্দল ফুঁসে উঠেছে। কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশ এবং বিবাহিতদের অন্তর্ভুক্তির ইস্যুতে সভাপতি মো. আশরাফুল হকসহ ১৫ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন।

শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডুয়েট ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করা হয়।

মো. আশরাফুল হককে সভাপতি, মো. রুকন আলীকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. জামিরুল ইসলামকে (জামিল) সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। পাশাপাশি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু কমিটি ঘোষণার পরপরই ভেতরের অসন্তোষ প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে- কমিটিতে অছাত্র, বিবাহিত এবং ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হয়েছে। ফলে শনিবার রাতেই সভাপতি আশরাফুল হকসহ ১৫ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে নেতারা লিখেছেন- আমাদের অভিযোগ আমলে না নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এক তরফাভাবে কমিটি ঘোষণা করেছে। গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি উপেক্ষা করা হয়েছে।

পদত্যাগীরা হচ্ছেন- সহ-সভাপতি হাসান আল বান্না, আব্দুল কাদের, শাহ আলম মিয়া, রফিকুল ইসলাম মিয়া, মো. ইব্রাহীম, শাকিল আহমেদ, মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মানিক, দপ্তর সম্পাদক সাহেদ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক তৌফিক এলাহী, ক্রীড়া সম্পাদক রাকিব হোসেন মজুমদার।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাফিজুল্লাহ হীরা বলেন, কমিটির সাধারণ সম্পাদক জামিরুল ইসলামকে শিবির ট্যাগ দেওয়া হলেও তদন্ত করে দেখা গেছে, এ অভিযোগের ভিত্তি নেই। এটা অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল হতে পারে।

একইসঙ্গে ১৫ জনের পদত্যাগের কারণ খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রিয়াজুর রহমান ও সজীব মজুমদার।

চরম উত্তেজনার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ডুয়েট ছাত্রদলের নতুন কমিটি স্থগিত ঘোষণা করেছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এবং ঘোষিত কমিটির কোনো সদস্য তাদের পদবি ব্যবহার করতে পারবেন না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম