Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে চোরাচালানকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম

সীমান্তে চোরাচালানকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাচালানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পূর্ব শত্রু তার জেরে জেবুল মিয়া (২৬) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে প্রতিপক্ষ জাবের মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২ মার্চ) সকালে লাশটি মর্গে পাঠানো হয়েছে। শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তিরা হলেন- আশাহীদ মিয়া (৪০), রকিব (৪০), আতিক মিয়া (৪০) ও সুমন মিয়া (২০)। এরা সবাই শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

নিহত জেবুল শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের রহমত আলীর ছেলে। অভিযুক্ত জাবের ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, জেবুলের সঙ্গে জাবেরের ব্যবসা নিয়ে পূর্ব বিরোধ ছিলো। মূলত সীমান্ত এলাকার চোরাচালানী নিয়ন্ত্রণের ঘটনাকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। শনিবার রাতে সালিশের কথা বলে জেবুলকে খবর পাঠিয়ে নিশ্চিন্তপুর গ্রামের আতিকের দোকানে নেওয়া হয়। জেবুল সেখানে গেলে সালিশে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জাবেরের সহযোগিরা পরিকল্পিতভাবে জেবুল মিয়ার ওপর হামলা চালায়। দা দিয়ে কুপিয়ে জখম করে জেবুলকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাত ১১টায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানসহ একদল পুলিশ জুবেলের লাশ উদ্ধার করে। ওই সময় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকা ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গেফতার করা হয়েছে। নিহতের বাবা জুবেল রহমত মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

লাশ ময়নাতদন্তের জন্য রোববার সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম