Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় গ্রেফতার ২

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:৩৭ পিএম

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় গ্রেফতার ২

গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হত্যার ঘণ্টায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। শনিবার রাতে জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় সাকিনস্থ শিড়িরচালা এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার মদন থানার সাইতপুর গ্রামের আবুল বাশার খানের ছেলে মোরশেদ (২৪) ও তার সহযোগী গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগী জেলার এলাকার আওলাদ হোসেনের ছেলে মাহাদী হাসান মিতুল (২০)। র‌্যাবের দাবি, তারা দুজন সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য।

র‌্যাব জানায়, গত ২৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে অটোরিকশা চালক রানা ওরফে ইয়াছিনকে (২৬) সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সিংগাতলী গ্রামের বেনুর ভিটা নামক স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে ইয়াছিনকে শ্বাসরোধ কের হত্যা করে তারা। পরে মৃতের অটোরিকশা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

ইয়াছিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাতারপাড়া এলাকার মো. উসমান গনির ছেলে। তিনি সদর উপজেলার বানিয়ারচালা মাটির মসজিদ এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার জয়দেবপুর থানার মামলা হয়। এরপরেই ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তথ্য প্রযুক্তির সহায়তার শনিবার রাতে জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় সাকিনস্থ শিড়িরচালা এলাকায় অভিযান পরিচালনা করে তারা। এ সময় ওই দুজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র‌্যাব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম