Logo
Logo
×

সারাদেশ

মায়ের বিরুদ্ধে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১১:০৪ এএম

মায়ের বিরুদ্ধে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীর রায়পুরায় এক মায়ের বিরুদ্ধে তিন বছরের ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ওই মায়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিহত শিশুর দাদি অভিযোগ করেছেন, তার ছেলের বৌ তার নাতিকে কুপিয়ে হত্যা করেছে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে এ ঘটনা ঘটে।

তিন বছর বয়সি আনাস মিয়া সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে। তার মায়ের নাম শিরিন বেগম।

আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর জানান, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে চলে যান। এরপর থেকে শিরিন একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকছিলেন। ওই বাড়িতে মা ও ছেলের সঙ্গে ডালিম মিয়ার মা থাকতেন।

আনাস মিয়ার দাদি আছিয়া বেগম বলেন, ‘রাতে আমি আমার ঘরে তারাবির নামাজ পড়ছিলাম। হঠাৎ করে চিৎকার শুনি। ছুটে গিয়ে নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পায়।’ কি কারণে শিরিন বেগম তার ছেলেকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি এ বৃদ্ধা।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম