
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম
গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের ২ দিনের উৎসব

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম

আরও পড়ুন
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ স্লোগানে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ‘দুই দিনব্যাপী স্বজন উৎসব’।
এ উৎসবের উদ্বোধন ও বর্ণিল শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গৌরীপুরে যত দিন যাচ্ছে আমি স্বজন সমাবেশের কার্যক্রমে ততই মুগ্ধ। প্রত্যেক স্বজন এক একজন মানবকল্যাণে নিবেদিত। মাদকবিরোধী কার্যক্রম, তামাকবিরোধী প্রচারণা, বাল্যবিয়ের বিরুদ্ধে স্বজনরা রুখে দাঁড়িয়েছে। বন্যাদুর্গত মানুষকে সহযোগিতা, রক্তদানসহ মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষকে সেবা দিয়েছে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন ও সাংস্কৃতিক সম্পাদক গোপা দাসের নেতৃত্বে স্বজন সংগীতের মধ্যদিয়ে শুরু হয় সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর বিএফএর সভাপতি আলহাজ্ব মোক্তার উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান আল আমীন, পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, উপজেলা স্কাউট সম্পাদক ছাইফুল ইসলাম, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবীর, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, গৌরীপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহিদ মুনশী, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ভূট্টো, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, আরিফ আহমেদ, মোস্তাফিজুর রহমান বুরহান, আব্দুল কাদির, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবীর সুমন, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্মসম্পাদক ফারুকুল ইসলাম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি রইছ উদ্দিন প্রমুখ।