Logo
Logo
×

সারাদেশ

নওগাঁয় ৪ ডাকাত গ্রেফতার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৭:৩৫ পিএম

নওগাঁয় ৪ ডাকাত গ্রেফতার

নওগাঁয় পৃথক অভিযানে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়। 

শনিবার (১ মার্চ) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতাররা হলেন- মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার আহসান রাজ (২২), নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের বিকালশ পাহান (১৭), একই উপজেলার দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার জানান, ২৪ ফেব্রুয়ারিতে রাতে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজারের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে শুক্রবার রাতে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আহসান রাজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে। 

এছাড়া ২০২৪ সালের ৯ অক্টোবর নওগাঁর সাপাহার উপজেলার মাইপুর খাড়ী এলাকায় গরু ব্যবসায়ীদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে নেমে বিকাশ পাহান ও জয় কুমার নামে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। 

অপরদিকে আসলাম হোসেনকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ মোট ৬টি মামলা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম