Logo
Logo
×

সারাদেশ

আনোয়ারায় সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক ৩

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম

আনোয়ারায় সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১ মার্চ) ভোর রাতে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ডুমুরিয়ায় মো. আ. ফরহান পিয়ালের গরুর খামার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ডুমুরিয়া রুদুরা এলাকার ইমরান হোসেন রাসেল (২৫), মো. আ. ফরহান পিয়াল (২৫), মো. ছোটন (২৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে তাদের আটক করে সেনাবাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়। আটকদের দেওয়া তথ্য মতে, খামারের একটি চটের বস্তার ভেতরে রাখা একটি দেশীয় অস্ত্র ও একনলা বন্দুক উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন। তিনি জানান, অস্ত্রসহ ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম