Logo
Logo
×

সারাদেশ

পণ্যবাহী ট্রাক ওজনকালে ফেটে গেল গার্ডার, দুর্ভোগে চালকরা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৫:৩৪ পিএম

পণ্যবাহী ট্রাক ওজনকালে ফেটে গেল গার্ডার, দুর্ভোগে চালকরা

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের পাশের দৌলতদিয়া ওজন স্কেলে পণ্যবাহী ট্রাক ওজন করার সময় গার্ডার ফেটে গেছে। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে দূরপাল্লার ট্রাক চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ ও কর্মকর্তারা বলছেন, ওজন স্কেলে যান্ত্রিক ত্রু টির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিনিয়ার পাঠিয়ে গার্ডার মেরামতের কাজ শুরু করবেন।

শনিবার সকালে সরেজমিনে গোয়ালন্দ উপজেলার কোর্ট মাঠ চত্বরের ওজন স্কেলে গিয়ে দেখা যায়, দূরপাল্লার ট্রাক চালকরা লাইন করে দাঁড়িয়ে চালান স্লিপ নিচ্ছেন। সেই সঙ্গে সেখানে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাউদ্দিনকেও ভেঙে যাওয়া অংশটি পরিদর্শন করতে দেখা যায়। 

যশোর থেকে আসা ট্রাক চালক সুমন রানা বলেন, ওজন স্কেলে সমস্যা হওয়ায় ট্রাক নিয়ে গোয়ালন্দে এসে আমাদের অনেকক্ষণ আটকে থাকতে হচ্ছে, এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কাল থেকে রোজা, এখন যদি এই ওজন মাপার যন্ত্র ঠিক করা না হয়, তাহলে এখান দিয়ে যাতায়াতে আমাদের সমস্যা হবে।

ট্রাকচালক সবুজ মোল্লা বলেন, মাঝে মাঝেই এই ট্রাক মাপার ওজন মেশিনটি বন্ধ ও নষ্ট হয়ে যায়। সরকারের কত টাকা কত জায়গায় যাচ্ছে, অথচ এই ট্রাকের ওজন মাপার যন্ত্রটি ঠিকমতো মেরামত করা হচ্ছে না।

ওজনস্কলের কম্পিউটার অপারেটর আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ওজনস্কেলে যান্ত্রিক ত্রু টি হওয়াতে চালকরা আমাদের ট্রাকের ওজন যেটা বলছেন, সেটা মেনে নিয়েই চালান দিয়ে ট্রাক ছাড়তে হচ্ছে, ট্রাকের ওজন একটু কম বেশি হলেও এখন কিছুই করার নেই।

এ বিষয়ে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাউদ্দিন যুগান্তরকে বলেন, রাতে দৌলতদিয়া ওজনস্কেলে ট্রাক ওজন করার সময় যন্ত্রটির গার্ডার ফেটে দূরপাল্লার ট্রাক চলাচলে একটু ব্যাহত হয়। আমি সরেজমিনে সেখানে গিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাদেরকে বিষয়টি অবহিত করেছি। ইঞ্জিনিয়ারিং বিভাগের লোকজন এসে ঝালাইসহ প্রয়োজনীয় মেরামতের কাজ শুরু করবেন। 

তিনি বলেন, বর্তমানে সাময়িকভাবে দূরপাল্লার ট্রাকের ওজন মাপা বন্ধ আছে। তবে আমরা নিয়ম অনুয়ায়ী চালান দেখে হাতে লিখে ট্রাকের ওজন শ্লিপ দিচ্ছি। 

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৭ শতাধিক দূরপাল্লার পণ্যবাহী ট্রাক পারাপার করে থাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম