Logo
Logo
×

রাজনীতি

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচন প্রয়োজন: রুমিন ফারহানা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচন প্রয়োজন: রুমিন ফারহানা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, অনেকে বলছেন- বিএনপি নির্বাচনের জন্য কেন বারবার তাগাদা দিচ্ছে। তাদের বলব আইনশৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করুন। কী অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। ছিনতাই রাহাজানি, কুপিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া, দিনদুপুরে ডাকাতি। সার্বিক পরিস্থিতি খুবই নাজুক।

তিনি বলেন, দেশে যখন নির্বাচিত সরকার থাকে তখন প্রশাসন, পুলিশ অনেক বেশি শৃঙ্খলার মধ্যে থাকে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিকভাবে চলতে পারে এজন্য সংঘবদ্ধ শক্তি থাকে। আর যখন দেশে দীর্ঘ সময় অনির্বাচিত সরকার থাকে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভয়াবহ হয়।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আড়াইসিধা ইউনিয়ন বিএনপির বিশিষ্ট নেতা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবিএম মুমিনুল হক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি নেতা মো. নাসির মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান বাবুল, সদস্য সচিব রাসেল বিপ্লব ও বিএনপি নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমরা হাসিনাকে তাড়িয়েছি, কিন্তু এখনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরতে পারেননি।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, এই সরকার মানুষের ভোটে নির্বাচিত নয়। তারা সরাসরি নির্বাচনে দাঁড়াবেও না। চালের দর ১শ টাকা কেজি হলে তাতে তাদের কি-ই বা আসে আর না আসে? কিন্তু আমরা যখন ভোটের জন্য মানুষের দরজায় দরজায় ধাক্কা দেই- আমাদের ভাবতে হয় জিনিসপত্রের দাম বাড়লে জনগণ আমাদের ভোট দেবেন না। সেজন্য একটি নির্বাচিত সরকারের এত দরকার।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি করতে কলিজা লাগে, ভীরু কাপুরুষের দল বিএনপি করতে পারে না। বিগত ১৫ বছর পদ আঁকড়ে রেখে যারা কর্মসূচির কথা বললে পুলিশের ভয়ে চুপ চুপ শব্দ করেছে। তারা দলের ভেতরে অনৈক্য সৃষ্টি করছে। কিন্তু ত্যাগী নেতাকর্মীরা যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে সচেষ্ট রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম